|

ময়মনসিংহে সুস্থ তিন ভাইকে প্রতিবন্ধী বানালেন নারী ইউপি সদস্য!

প্রকাশিতঃ ১২:৪৯ অপরাহ্ন | জুলাই ২০, ২০২০

ময়মনসিংহে সুস্থ তিন ভাইকে প্রতিবন্ধী বানালেন নারী ইউপি সদস্য!

অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নে। ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য রোকেয়া খাতুন এ ধরনের কর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্পদশালী বাবাকে ব্যবস্থা করে দিয়েছেন বয়স্ক ভাতাসহ ১০ টাকা কেজি চালের। নিজের আত্মীয়-স্বজন ও শ্বশুরবাড়ির লোকজন মিলে আরো আটজন পাচ্ছেন সরকারের বিভিন্ন সুবিধা। সবাইকে বোকা বানিয়ে সুস্থ তিন ভাইকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বানিয়ে ব্যাংক থেকে ২৭ হাজার টাকা উত্তোলন করিয়েছেন।

অনুসন্ধান ও স্থানীয় সূত্র জানায়, ইউপি সদস্য রোকেয়া খাতুনের বাবা ছাবেদ আলী মুন্সি একজন স্বাবলম্বী কৃষক। রয়েছে বিপুল পরিমাণ ফসলিজমি। রোকেয়ার তিন ভাই আব্দুছ ছাত্তার (৫০), স্বপন মিয়া (৩৮) ও রতন মিয়া (৩২)। তাঁরা তিনজনই সুস্থ। সুদের ব্যবসা ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। এ অবস্থায় সংরক্ষিত আসনের ইউপি সদস্য রোকেয়া বেগম নিজের বাবাকে বয়স্ক ভাতার আওতায় নিয়ে এসেছেন। নিয়মিতই উত্তোলন করছেন টাকা। সেই সঙ্গে নিকটতম আত্মীয়-স্বজনকে দিয়েছেন অন্যান্য সুযোগ-সুবিধা।

এবার সবার চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউপি সদস্য রোকেয়া সুস্থ-সবল তিন ভাইকে প্রতিবন্ধী বানিয়েছেন। প্রতিবন্ধী বানিয়ে তাদের নামে করে দিয়েছেন প্রতিবন্ধী কার্ড। তিন ভাইয়ের মধ্যে আব্দুছ ছাত্তারকে বাকপ্রতিবন্ধী বানিয়ে ভাতার ব্যবস্থা করে দিয়েছেন ওই নারী মেম্বার। তাঁর কার্ড নম্বর ৩৭৬৫। আরেক ভাই স্বপন মিয়াকে শারীরিক প্রতিবন্ধী কার্ড (কার্ড নম্বর ৩৭৪৯) করে দিয়েছেন।

ছোট ভাই রতনকে বানিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী (কার্ড নম্বর ৩৭৩৭)। এই কার্ড দিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সোনালী ব্যাংক তারেরঘাট শাখা থেকে ২০১৯-২০ অর্থবছরের প্রতিজনে ৯ হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা উত্তোলন করেন। ঘটনাটি প্রকাশ হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার দুপুরে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোনাডাঙ্গর গ্রামের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, তিন ভাইয়ের মধ্যে রতন মিয়া ছাড়া অন্য দুজন বাড়িতে নেই। তাঁদের স্ত্রীরা জানান, তাঁদের স্বামীরা চেয়ারম্যানের কাছে গেছেন। ঘটনাটি মীমাংসা করতে। কী ঘটনা জানতে চাইলে আব্দুছ ছাত্তারের স্ত্রী জাহানারা বেগম জানান, তাঁর স্বামী প্রতিবন্ধী না হলেও অমাবস্যা ও পূর্ণিমা এলে শরীর ফুলে যায়, তখন হাঁটাচলা করতে অসুবিধা হয়। অন্যদিকে স্বপনের স্ত্রী হেপি আক্তার জানান, তাঁর স্বামী পুরো সুস্থ, তবে মাঝেমধ্যে চোখে একটু কম দেখে।

বাড়িতে থাকা রতন মিয়া জানান, তিনি প্রতিবন্ধী না হলেও কাম-কাজ করলে শরীরে দুর্বলতা আসে।

এ ব্যাপারে ইউপি সদস্য রোকেয়া খাতুন জানান, শরীরের বিভিন্ন অক্ষমতার জন্য তিন ভাই কোনো ধরনের কাজকর্ম করতে পারেন না। তাই তাঁর কাছে সুযোগ থাকায় কাজে লাগিয়েছেন অফিসের সহায়তায়। বেশি অসুবিধা হলে টাকা ফেরত দিয়ে দেবেন।

নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, তাঁরা সম্ভবত আমার স্বাক্ষর জাল করেছে। ভাতার বই পেল কোথায় জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এখন বাজারে এসব বই কিনতে পাওয়া যায়। সুত্রঃ কালের কন্ঠ

দেখা হয়েছে: 204
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author